ঢাকা ওয়াসার রাজস্ব জোনে দুদকের অভিযান

দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে ঢাকা ওয়াসার কর্মচারীর বিরুদ্ধে মিটার রিডিংয়ে অনিয়মের আশ্রয় নিয়ে বাড়তি টাকা আদায় এবং অবৈধ সংযোগ প্রদান করে টাকা উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে ঢাকা ওয়াসা, রাজস্ব জোন -৬ -এ আজ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদক টিম জানতে পারে, একই অভিযোগের বিষয়ে একটি বিভাগীয় তদন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। টিম অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়াও অভিযানকালে সেবাপ্রার্থী গ্রাহকদের বক্তব্য গ্রহণ করা হয়। গৃহীত বক্তব্য এবং রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে দুদক সূত্রে জানাগেছে।
উল্লেখ্য, ইতিপূর্বেও ওয়াসার প্রধান কার্যালয় সহ বিভিন্ন রাজস্ব জোনে দুদক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। দুর্নীতির সুতিকাগার খ্যাত ঢাকা ওয়াসায় নিয়মিত এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করার জন্যে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন সংশ্লিষ্টগণ।