মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

ফেসবুক’র জন্মদিন আজ

ডেক্স রিপোর্ট / ৭৯ Time View
Update : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

 ঠিক  আজ থেকে ২০ বছর পূর্বে  এই দিনে অর্থ্যাৎ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু  হয়েছিল আজকের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এর। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্ম নেয়া ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র   মার্ক জাকারবার্গ এই ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা। সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুক-এর সুবাদেই    বিশ্বের শীর্ষ ধনীদের একজন এবং বিশ্বের বৃহত্তম গণমাধ্যমের মালিক হয়েছেন   জাকারবার্গ।

২০০৪ সালের ৪ই ফেব্রুয়ারি কেবল  হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ফেসবুক চালু করেছিলেন জাকারবার্গ। ফেসবুকে যত ইচ্ছা ছবি আপলোড করা যেত এবং ছাত্ররা চাইলেই নিজের বিষয়ে নানা তথ্য  শেয়ার করতে পারতো। এ কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে থাকে ফেসবুক।প্রথম চার মাসে যুক্তরাষ্ট্রের ২ লাখ ৫০ হাজার মানুষ ফেসবুকে একাউন্ট চালু করেন। ২০০৪ সালের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়ায় এক মিলিয়নের বেশি।

একাউন্ট খোলার বয়স ১৩ বছরে নামিয়ে আনার পর আরও জনপ্রিয় হয়ে ওঠে ফেসবুক। কোম্পানিগুলোর কাছে ওয়েবসাইটের ফাঁকা স্পেস বিজ্ঞাপনের জন্য বিক্রি করে অর্থ আয় করতে থাকে ফেসবুক।

যদিও  ফেসবুককে ঘিরে নানা বিতর্ক অব্যাহত রয়েছে। বিতর্কের সঙ্গে সঙ্গে নিজের পরিধিও বড় করেছে ফেসবুক। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো কোম্পানিগুলো কিনে নেন জাকারবার্গ। আবার ২০২১ সালে ফেসবুক তার প্যারেন্ট কোম্পানির নাম দেয় মেটা। বর্তমানে জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ১৬৭ বিলিয়ন ডলার। ফেসবুক-এর ব্যবহারকারীর সংখ্যা  প্রায়  ২.১৯ বিলিয়ন।

উল্লেখ্য,  বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন  ৫০০ কোটি ছাড়িয়ে গেছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬২.৩ শতাংশ। মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা মেল্টওয়াটার এবং সোশ্যাল মিডিয়া সংস্থা উই আর সোশ্যালের  এক জরিপ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
মেল্টওয়াটার এবং উই আর সোশ্যালের প্রতিবেদনে বলা হয়, বিগত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৫.৬ শতাংশ বৃদ্ধি পায় ।
সবচেয়ে বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম  মেটার ফেসবুক ব্যবহার করে। এটির ব্যবহারকারীর সংখ্যা ছিল ২.১৯ বিলিয়ন। মেটার ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ছিল ১.৬৫ বিলিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর