বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট / ৫১ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ  ও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানিতে আগ্রহী । দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে দুবাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আলী লোথা এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মাহবুবুল আলম বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অন্যতম সহযোগী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সব সময় বাংলাদেশের পাশে থেকেছে। আমাদের কয়েক লাখ রেমিট্যান্স যোদ্ধা  আরব আমিরাত থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভীত মজবুত করতে পরিশ্রম করছেন।
এফবিসিসিআই সভাপতি আরো বলেন, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। এসব খাতে বিনিয়োগ করে লাভবান হতে পারেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। বিনিয়োগের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল  স্থাপন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল, পদ্মাসেতু নির্মাণসহ সরকার দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করেছে।
এসময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য তিনি ইউএইর ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর