সুচারু সাহিত্য ভুবন এর কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯ জানুয়ারি শুক্রবার ঢাকার জিগাতলাস্থ ফাতেমা ল’ কলেজে সুচারু সাহিত্য ভুবন এর উদ্যোগে পৌষ পার্বন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের চেয়ারম্যান সন্ন্যাসী শ্রী রমেশ কুমার কোচ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল্লাহ আল কাইয়ুম।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ গণ আজাদী লীগ এর চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান। প্রধান আলোচক ছিলেন লোকনাথ ফাউন্ডেশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি আ. খ. ম. সিরাজুল ইসলাম। মুক্ত আলোচনায় আলোচক ছিলেন মানবতার কবি ও সাহিত্যিক আলী মুহাম্মদ লিয়াকত,বিশিষ্ট আইনজীবী লুৎফুল আহসান বাবু, অধ্যাপক কবিও লেখক মাহবুবা, বিশিষ্ট সংগঠক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান। কবিতা পাঠ করেন প্রতিবাদী কবি, সাংবাদিক, মানবাধিকার কর্মীও সংগঠক মো.সাহিদুল ইসলাম, কবি দেবিকা রানী হালদার, পথ কবি মিয়া বাবরুল প্রমুখ। সংগঠনের সভাপতি কবি শ্যামলী মন্ডল অনুষ্ঠান পরিচালনা করেন। উপস্থা পনায় ছিলেন কঙ্কনা বিশ্বাস হৃদি।