হিজবুত-তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে বৃটিশ সরকার

হামাসের হামলার প্রশংসা করায় যুক্তরাজ্যের বিতর্কিত ইসলামপন্থি সংগঠন হিজবুত-তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে বৃটিশ সরকার। সোমবার এ কথা বলেছেন বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ।
স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, এই গোষ্ঠীটি সাম্প্রদায়িক এবং সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের প্রচার ও উৎসাহ দেয়। গাজাপন্থি সমাবেশে অনুগামীদের জিহাদ স্লোগান দেয়ার অভিযোগে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের অধীনে তাদের উপর নিষেধাজ্ঞা আসবে। নিষেধাজ্ঞার আদেশ সোমবার পার্লামেন্টের সামনে পেশ করা হয়েছে এবং পাস হলে শুক্রবার থেকে তা কার্যকর হবে। কেউ এই গোষ্ঠীর জন্য সমর্থন দেয়ার আহ্বান জানালে বা এমন উপাদান প্রদর্শন করলে, যা এই গোষ্ঠীর জন্য জনসমর্থন দেখাবে- সে আইন ভঙ্গ করবে।
তিনি আরো বলেন, হিজবুত-তাহরীর একটি আন্তর্জাতিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সক্রিয়। এটি সবসময় সহিংসতার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। হিজবুত-তাহরীর একটি ইহুদি-বিরোধী সংগঠন- যা সন্ত্রাসবাদকে সক্রিয়ভাবে প্রচার করে এবং উৎসাহিত করে। এর মধ্যে গত ৭ই অক্টোবর হামাসের ভয়াবহ হামলার প্রশংসা করছে এবং এটি উদযাপন করেছে ।