শরীয়তপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযানে ঘুষসহ দালাল আটক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) শরীয়তপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের নিকট হতে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর হতে আজ একটি অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানাগেছে, এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে এবং উক্ত অফিসের সেবা পর্যবেক্ষণ করে অফিসের আশেপাশে দালালদের উপস্থিতি পায়। অভিযানকালে একজন সেবাগ্রহীতা অভিযোগ করেন লাইসেন্স করে দেয়ার নাম করে দালাল ওবায়দুর রহমান তার নিকট হতে ৭,০০০ টাকা গ্রহণ করেছেন। এনফোর্সমেন্ট টিম কৌশলে উক্ত দালালকে বিআরটিএ কার্যালয়ে ডেকে আনলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে ভুক্তভোগীকে গৃহীত টাকা ফেরত দেন এবং ভবিষ্যতে এই ধরণের কাজ করবেন না মর্মে অংগীকার করেন। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।