স্পর্শকাতর ভিডিও ধারণের অভিযোগে ‘উইমেন্স ওয়ার্ল্ড’ ধানমন্ডি শাখার মালিক গ্রেপ্তার

ধানমন্ডিস্থ ‘উইমেন্স ওয়ার্ল্ড’ বিউটি পারলারে গোপনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্পর্শকাতর ভিডিও ধারণ ও সংরক্ষণের অভিযোগে করা মামলায় । পারলারের ধানমন্ডি শাখার মালিক ফারনাজ আলম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ ।
জানাগেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। অন্যদিকে পারলারের মালিক তাসলিমা চৌধুরী কনা আলম (৫৭) এখনো পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডির এই পারলারে সেবা নেওয়া অনেক নারীর ভিডিও গোপন ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডারে পাওয়া গেছে। গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁরা ছয় মাস আগে পারলারে সিসিটিভি ক্যামেরা বসান। কোনো ভিডিও ফুটেজের অপব্যবহার হয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, ভূক্তভোগী এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মাসে সাতমসজিদ রোডে অবস্থিত পারলারটিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন, পারলারের মহাব্যবস্থাপক তসলিম আরিফ ওরফে ইলিয়াস (৫২), প্রশাসনিক ব্যবস্থাপক ইমাদুল হাসান (৫৩) ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক এম এইচ জুয়েল খন্দকার (৩৩)।