শিরোনাম
Notice :
বীর নিবাস নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ঠিকাদারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলায় “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ” প্রকল্পের আওতায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে জানতে পারে মোট ৭৯টি বীর নিবাস নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে কিছু নিবাস নির্মাণাধীন, কিছু হস্তান্তর করা হয়েছে এবং কিছু এখনো হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে। পরিদর্শনকালে অভিযোগে বর্ণিত ৬টি বীর নিবাসের মধ্যে ৫টি বীরনিবাসে প্রাক্কলন অনুযায়ী জানালায় ব্যবহৃত গ্রিলের থিকনেস কম পাওয়া যায়। এছাড়াও ২টি ঘরের প্লাস্টার খসে পড়া ও ১টি ঘরের ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়। অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে বলে দুদক সূত্রে জানাগেছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন এলাকায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ” কাজে নানা অনিয়মের অভিযোগ উঠছে। এমনকি বাড়ি বরাদ্দ প্রদানের ক্ষেত্রে উৎকাচ দাবি করার অভিযোগও পাওয়া গেছে। এমতাবস্থায় সারা দেশে দুর্নীতি দমন কমিশন এর নিয়মিত এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর