শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশ এখন ৯৭তম অবস্থানে

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছর একধাপ এগিয়ে বাংলাদেশ এখন ৯৭তম অবস্থানে । গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়াও। এদিকে  বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৬৮তম। আর নেপাল রয়েছে ৮৬তম অবস্থানে।  যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক অনুযায়ী,  এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারতেন। ওই সময় সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে ছিল লিবিয়া ও উত্তর কোরিয়া।  চলতি বছরের সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী   দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অবশ্য  গত বছরের সূচকে এককভাবে শীর্ষে ছিল সিঙ্গাপুর। অন্যদিকে গত বছরের সূচকে দ্বিতীয় অবস্থানে ছিল জাপান। এবারের সূচকে ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন এই অবস্থানে আছে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছর সবার নিচে আফগানিস্তানের (১০৪তম) অবস্থান। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৮টি দেশে ভ্রমণ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর