শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২২ স্বতন্ত্র ৬২ ও জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
Dakha / Dacca, Bangladesh: the National Parliament also known as the House of the Nation - concrete building of the National Assembly of Bangladesh, designed by the Jewish-Estonian-American architect, Louis Kahn (Itze-Leib Schmuilowsky) - Brutalist architecture with traingles, squares and circles cut on the concrete facade - Sher-e-Bangla Nagar - Tejgaon.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসন পেয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিইসি  কাজী হাবিবুল আউয়াল জানান, একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের একটি নির্বাচন স্থগিত করা হয়েছে আর ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় পরবর্তীতে সেখানে নির্বাচন অনুষ্ঠানের পর ফলাফল ঘোষণা করা হবে।
সিইসি আরো বলেন, আগামী ১৩ জানুয়ারি ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের পরে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি সফল হয়েছে। তারা ৬২টি আসনে জয়ী হয়েছে।
তিনি জানান, জাতীয় পার্টি ১১টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ   নির্বাচনে মোট ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর