বিএডিসি’র সারের গুদামে দুদকের অভিযান

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) খুলনা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ডিলারদের নিকট বেশি দামে সার বিক্রয়, অবৈধভাবে নিজে সারের ব্যাবসা পরিচালনা এবং আমদানিকৃত সার গুদামে না রেখে সরাসরি ডিলারদের নিকট পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে গতকাল দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানাগেছে, অভিযানকালে উক্ত অভিযোগের বিষয়ে টিম যুগ্ম পরিচালক (সার), সহকারী পরিচালক (সার) বিএডিসি,খুলনা ও সংশ্লিষ্ট গুদাম রক্ষকদের জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া সহকারী পরিচালক(সার), বিএডিসি, খুলনার নিয়ন্ত্রণাধীন রুজভেল্ট সার গুদাম পরিদর্শন ও তার দায়িত্বকালীন সময়ের সার সরবরাহের বরাদ্দপত্র,অনুমোদিত ডিলারদের লিস্ট, গুদাম স্টক রেজিস্ট্রার, সার বিতরণপত্র ও সরকারি নীতিমালা সহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।