বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

ভিসা ছাড়াই যেতে পারবেন কেনিয়া

ডেস্ক রিপোর্ট / ৭৯ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
Kenya flag with official colors and the aspect ratio of 2:3. Flat vector illustration.

আফ্রিকার দেশ কেনিয়া যেতে আর লাগবে না ভিসা। এই নিয়ম প্রযোজ্য বিশ্বের সব দেশের নাগরিকদের জন্যই। ২০২৪ সালের প্রথম থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম।  বিশ্বের যে কোনো জাতীয়তার মানুষ কোনো ধরণের ভিসা ছাড়াই কেনিয়া যেতে পারবেন। সিএনএন জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নিজেই এ ঘোষণা দিয়েছেন। কেনিয়া এরইমধ্যে একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করেছে। এর মাধ্যমে দেশটিতে যাওয়া সবাই আগে থেকেই অনুমতি পেয়ে যাবেন। তাদের কোনো ভিসার জন্য আবেদন করতে হবে না।

বৃটেন থেকে স্বাধীন হওয়ার ৬০ বছর পূর্তির দিন রাজধানী নাইরোবিতে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট রুটো বলেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই যে কেউ চাইলে ভিসা আবেদনের ঝামেলা ছাড়াই কেনিয়া প্রবেশ করতে পারবেন।

রুটো আগে থেকেই আফ্রিকার দেশগুলোর মধ্যে ভিসামুক্ত চলাচলের পক্ষে কথা বলে আসছেন। গত অক্টোবর মাসে কঙ্গোতে এক সম্মেলনে অংশ নিয়ে তিনি জানিয়েছিলেন, আফ্রিকার দেশগুলোর জন্য ভিসা তুলে নিচ্ছে কেনিয়া। তবে ডিসেম্বরে তিনি বিশ্বের সব দেশের জন্যেই এই নিয়মের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর