জয়পুরহাটে আর্ন এন্ড লিভ এর সেলাই মেশিন বিতরন

স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর স্বাবলম্বী প্রকল্পের আওতায় বিজয় দিবস উপলক্ষে করে ১৮ ডিসেম্বর বেলা ১১ ঘটিকায় জয়পুরহাট পৌরসভার খনজনপুর-এ (পূর্বপাড়া) একটি শেলাই মেশিন উপহার কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিবঃ রবিউল ইসলাম সোহেল। জারী গায়ক ও প্রকৃতি কবি মোঃ আবু সিদ্দিক সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাবলম্বী প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিষয় বস্তু উপস্থাপন করেন আর্ন এন্ড লিভ জয়পুরহাট টিমের প্রতিনিধি সুমাইয়া আক্তার মুক্তা। আরো উপস্থিত ছিলেন মাছরাঙা যুব সংস্থার সভাপতি, সমাজ সেবক কবি দেওয়ান গোলাম মওলা, স্বেচ্ছাসেবক মোঃ রোহান, মোঃ রিফাত,মোঃ শাহীন, কাঞ্চন সরদার, প্রকল্প কমিটির স্বেচ্ছাসেবী সুমাইয়া আক্তার মুক্তা,ঝর্না আক্তার ও মলি আক্তার ।
প্রতিনিধি প্রেক্ষাপট বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি তার এলাকায় কিছু মেয়েদের নিয়ে বসে তাদেরকে আর্ন এন্ড লিভ ও ফরিদা ইয়াসমিন জেসি আপার মহৎ কার্যক্রের বিষয়ে বলছিলেন। সেই মুহূর্তে সেখানে ওই ভুক্তভোগী মা ছিলেন। উক্ত আলোচনা পর্ব শেষে রহিমা আক্তার ;সুমাইয়া আক্তার এর বাড়ি গিয়ে তার কস্টের সব কথা খুলে বলেন তারপর শুরু হয় আমার তদন্ত। খোঁজ নিয়ে জানতে পারি যে, সে তার অবস্থা যতটুকু বলেছেন বাস্তবে তা আরও অনেক বেশি খারাপ। এরপর আমি এই বিষয়টি নিয়ে আর্ন এন্ড লিভ জয়পুরহাট টিমের সকলের সাথে কথা বলি। অত:পর রহিমা আক্তারকে সেলাই মেশিন দেয়ার ব্যবস্থা গ্রহন করি ।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, আর্ন এন্ড লিভ একটি আবেগের নাম, এই সংগঠনের অবস্থান মানুষের হৃদয়ের কাছাকাছি। এজন্য,এর অবস্থান দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছে। আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলোকিত মানুষ ফরিদা ইয়াসমিন জেসি সাতসমুদ্র তের নদীর ওপার থেকেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,মানবতার কল্যানে উনার সাথে কাজ করার সূযোগ পাওয়া একটা সৌভাগ্যের বিষয়। আর আমরা সেই সৌভাগ্যবান স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাধ্যমত কাজ করে যাবো।
সভাপতির বক্তব্যে কবি মোঃ আবু সিদ্দিক সরদার বলেন, সমাজের অবহেলিত, অসহায় মানুষদের আস্থার নাম আর্ন এন্ড লিভ । তিনি সকল সদস্যদের কেন্দ্রীয় কমিটির সকল নিদর্শনা মেনে কাজ করার আহবান জানান।
আর্ন এন্ড লিভ এর সেলাই মেশিন উপহার গ্রহণকারী রহিমা আক্তার তাঁর অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগতাড়িত কন্ঠে বলেন, এই সেলাই মেশিন তাঁর পরিবারের স্বছলতা ফিরে আনতে বলিষ্ঠ ভুমিকা রাখবে তিনি আর্ন এন্ড লিভ ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানব দরদী ফরিদা ইয়াসমিন জেসির প্রতি কৃতজ্ঞতা জানান।