অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো

সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়েছেন ।
অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে ২১, ২২ ও ২৩শে ডিসেম্বর তিনদিন লিফলেট বিতরণ ও একদফার দাবিতে ২৪শে ডিসেম্বর সকাল-সন্ধ্যা সারা দেশে সর্বাত্মক অবরোধ কমসূচিও ডেকেছে বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত, এলডিপিসহ যুগপৎ আন্দোলনে থাকা সমমনা শরিক দলগুলো।
গতকাল দুপুরে অসহযোগ আন্দোলন কর্মসূচি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বক্তব্য দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। জনগণের ভোটে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সাংবিধানিক তথা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অবৈধ সরকারকে আর কোনো রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই। আপনারা আগামী ৭ই জানুয়ারির ‘ডামি নির্বাচন’ বর্জন করুন। ‘নির্বাচনের নামে’ ৭ই জানুয়ারির ‘বানর খেলার আসরে অংশ নেবেন না।