রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিশ্বরোডে মশাল মিছিল করেছে বিএনপি

মঙ্গলবার সন্ধ্যায় ১০ম দফায় ডাকা অবরোধের সমর্থনে রাজধানীর কুড়িল বিশ্বরোডে মশাল মিছিল করেছে বিএনপি। কুড়িল বিশ্বরোড এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য আমিনুল, আকরামুল হাসান, ভারপ্রাপ্ত সদস্য সচিব ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম সামসুল হক, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা, ছাত্রদলের সহ সভাপতি মাহবুব মিয়া, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা উত্তরের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আল হামিদ নিরব প্রমুখ।