বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন দেশের মাটিতে হবে না:রিজভী

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমতাসীনদের প্রতি  হুঁশিয়ারি উচ্চারণ করে  বলেছেন- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন এদেশের মাটিতে হবে না  । শনিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে  তিনি বলেন, চরম অর্থনৈতিক মন্দার এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আবারো ক্ষমতায় থাকার সিল মোহরের একতরফা ভাগবাটোয়ারার প্রহসনের নির্বাচনের জন্য রাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি টাকা শ্রাদ্ধ করার আয়োজন চলছে।

রিজভী বলেন,গণ অভিপ্রায়কে উপেক্ষা করে নৌকা, ডামি আওয়ামী লীগ এবং কতিপয় নাম গোত্রহীন ভুঁইফোড় দলছুট লোকজনকে নিয়ে ডামি নির্বাচন নাটক মঞ্চায়ন করার জন্য জনগণের এই বিপুল পরিমাণ অর্থ বিনষ্টের হিসাব মাফিয়াচক্রের দোসর সিইসি কাজী হাবিবুল আওয়াল গংকে দিতে হবে। ইতিমধ্যে সরকারের মন্ত্রীরাও বলতে শুরু করেছে এই পাতানো প্রতিযোগিতাহীন ভুয়া নির্বাচন হবে কিনা তা নিয়ে তারা ঘোরতর সন্দিহান। বাস্তবতা হলো দেশের ১৮ কোটি জনগণ এই নির্বাচন করতে দিবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন দেশের মাটিতে হবে না।

এই মুহূর্তে একতরফা প্রতিযোগিতাহীন ভোটারদের সঙ্গে তামাশার নির্বাচনের সার্কাস বন্ধ ও সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ  নির্বাচনের দাবি জানান তিনি। তিনি  আরো বলেন, কম্বোডিয়ার ৩৮ বছরের একনায়ক হুন সেনের ‘রাজ্যাভিষেক’ মডেলের নির্বাচনের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বোডিয়ায় যেভাবে বছরের পর বছর নির্বাচনী তামাশার মাধ্যমে স্বৈরাচার হুন সেন নিপীড়ন- দুঃশাসন চালিয়েছে, শেখ হাসিনার তার চেয়ে অনেক বেশী অত্যাচার চালাচ্ছেন। কম্বোডিয়ার মতোই শেখ হাসিনা বাংলাদেশের একমাত্র আস্থাভাজন সর্বাধিক জনপ্রিয় বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছেন। আইনের ম্যারপ্যাঁচে ফেলে কম্বোডিয়ার প্রধান বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিকে নিষিদ্ধ করে হুন সেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর