বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

বাণিজ্যিকভাবে চালু  হয়েছে ঢাকা-কক্সবাজার  ট্রেন সার্ভিস

নিজস্ব প্রতিবেদক / ২৪ Time View
Update : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

আজ (১ ডিসেম্বর) থেকে বাণিজ্যিকভাবে চালু  হয়েছে ঢাকা-কক্সবাজার  ট্রেন সার্ভিস।  দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে  পর্যটনশহর কক্সবাজার।  শুক্রবার দুপুর ১২ টা ৩০ মিনিটে আইকনিক রেল স্টেশন থেকে প্রায় ১ হাজার ৩০ জন যাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’।

্এক সপ্তাহ আগে থেকে অনলাইন ও অফলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন শুধু ৯ ডিসেম্বরের পরের টিকিট বিক্রি হচ্ছে। কক্সবাজার এক্সপ্রেসে ২০ বগিতে আসন সংখ্যা ৭৮০টি।  চাহিদা বাড়লে বগিও বাড়ানো হবে।’ ‘চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ৯টি স্টেশন রয়েছে। সবখানে জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। তবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ননস্টপ যাত্রা করবে। শুধু মাত্র চট্টগ্রাম ও ঢাকায় যাত্রা বিরতি করবে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস  চট্টগ্রামে বেলা ৩টা ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে। পর্যটন শহর থেকে রাজধানী ঢাকা যেতে সময় লাগবে ৮ ঘন্টা ১০ মিনিট। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর