শিরোনাম
Notice :
৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় চালিয়ে যাব:রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি অভিনয়ে প্রায় তিন দশক পার করছেন । বিভিন্ন চরিত্রে অভিনয় নিয়ে তিনি ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন। সম্প্রতি ৫৪তম IFFI-তে ‘ডেলিভারিং কম্পেলিং পারফরম্যান্স’-এর একটি মাস্টারক্লাস চলাকালীন হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি ইন্ডাস্ট্রিতে প্রচলিত ‘বয়সবাদ’ বিতর্ক নিয়ে কথা বলেন।
রানি বলেন, আমি মনে করি না একজন অভিনেতাকে বয়স দিয়ে বিচার করা উচিত। এটি শুধুমাত্র এ কারণে যে, দর্শক বেশিরভাগ ক্ষেত্রেই তরুণদের পর্দায় দেখতে চান। তবে আপনাদের এই ভ্রান্ত জগতে না থাকা এবং এটা বিশ্বাস করাও গুরুত্বপূর্ণ যে আপনি সর্বদাই তরুণ। আপনি মনের দিক থেকে তরুণ হতে পারেন; কিন্তু আপনার বয়সকে মেনে নেওয়া এবং আপনার বয়সের সঙ্গে মানানসই ভূমিকা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, যেভাবে আমার দর্শকরা আমাকে পছন্দ করেছেন, আমাকে গ্রহণ করেছেন, সেভাবেই কাজ করেছি। দর্শকই আসলে আমাকে এই বয়সবাদের বাধা ভাঙতে সাহায্য করেছে। আর আমি আমার দর্শকদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি নিশ্চিতভাবে ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় চালিয়ে যাব।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর