শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

যারা আন্দোলন করে তাদের কারাবন্দি করে রেখেছে:নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

নিজের কারখানায় শ্রমিকরা কখনো আগুন দেয় না। সরকার আগুন দিয়ে শ্রমিকদের আন্দোলন নস্যাৎ করতে চায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ উদ্যোগে এক শ্রমিক সমাবেশে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

 নজরুল ইসলাম খান বলেন,’গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।শ্রমিকরা ন্যায্য মজুরির আন্দোলন করলে কারখানা বন্ধের ভয় দেখানো হয় , শ্রমিকের মজুরি যা বাড়ে জিনিসপত্রের দামসহ জীবনযাত্রার ব্যয় বাড়ে তার চেয়ে বেশি। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ।

তিনি বলেন, এই সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকলে শ্রমিকের কথা ভাবতো। তারা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হবে না। জনগণকে ভোটের অধিকার ফেরত দিতে হবে।

ঐক্যবদ্ধভাবে  লড়াইয়ের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম বলেন, জোর করে আন্দোলন বন্ধ করা যাবে না। যারা আন্দোলন করে তাদের মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে। গায়েবী মামলা বন্ধ করে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর