ভারতে টানেলের ভেতর ১৭ দিন আটকে থাকা ৪১ শ্রমিক জীবিত উদ্ধার

বহুল আলোচিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সিল্কিয়ারার টানেলের ভেতর ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ শ্রমিকের সবাইকে অবশেষে জীবিত উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে তাদের এক এক করে বের করে নিয়ে আসা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, শ্রমিকদের উদ্ধারে প্রথমে পাইপটি দিয়ে ভেতরে যান বিশেষ দক্ষতাসম্পন্ন উদ্ধারকারীরা। কিভাবে চাকাচালিত স্ট্রেচারে করে বের হতে হবে- সে ব্যাপারে আটকে পড়া শ্রমিকদের নির্দেশনা দেন তারা। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্যও পরীক্ষা করেন তারা। এরপর তাদের স্ট্রেচারে শুইয়ে দেওয়া হয়। শোয়ানোর পর বাইরে থেকে টেনে টেনে শ্রমিকদের বের করে নিয়ে আসা হয়।
শ্রমিকদের বের করার সঙ্গে সঙ্গে যেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া যায় সেজন্য টানেলের ভেতর একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এছাড়া তাদের জন্য অক্সিজেন সেবাযুক্ত ৪১ বেডের একটি হাসপাতালও প্রস্তুত করে রাখা হয়েছে।এছাড়া একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা আছে শ্রমিকদের জন্য।