বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

পিরোজপুরে ৯ হাজার কৃষককে প্রণোদনা দেবে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

বোরোর উচ্চ ফলনশীল জাতের ধানের উৎপাদন বৃদ্ধিতে পিরোজপুরে ৯ হাজার কৃষককে প্রণোদনা দেবে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।   জেলার ৭ উপজেলার কৃষকদের জন্য ৬৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের টাকা থেকে ক্রয় করে প্রতি কৃষককে ৫ কেজি উন্নতমানের বীজ, ১০ কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং ১০ কেজি মিউরেটক পটাশ সার বিনামূল্যে দেয়া হচ্ছে। একজন কৃষক ১ বিঘা জমির জন্য এই প্রণোদনা পাচ্ছে।
প্রণোদনার এই অর্থ থেকে সদর উপজেলায় ১ হাজার ৫০০, ইন্দুরকানীতে ৯০০, কাউখালীতে ১ হাজার, নেছারাবাদে ১ হাজার ২৫০, নাজিরপুরে ২ হাজার, ভান্ডারিয়ায় ৯৫০ এবং মঠবাড়িয়ায় ১ হাজার ৪০০ কৃষককে বীজ ও সার দেয়া হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানাগেছে- উফশী জাতের ধান চাষ সম্প্রসারণ এবং স্থানীয় জাতের পরিবর্তে উফশী চাষে আগ্রহ সৃষ্টিতে এই প্রণোদনা দেয়া হয়। চলতি বোরো চাষাবাদ মৌসুমে জেলায় ১৪ হাজার ৮৫০ হেক্টর জমিতে উফশী জাতের ধান চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর