শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস্‌

নিজস্ব প্রতিবেদক / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

১০ দিনের ছুটি শেষে সোমবার ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস্‌। কলম্বো হয়ে ফিরেছেন তিনি। সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূত পিটার হাস্‌কে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কমার্শিয়াল ফ্লাইটটি (ইউএল-১৮৯) ঢাকায় অবতরণ করে। পিটার হাস্‌ কলম্বো থেকেই ফিরলেন নাকি ট্রানজিটে ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার তাগিদ থেকে বাংলাদেশের জন্য স্বতন্ত্র ও নজিরবিহীন ভিসা নীতি কার্যকর করা ছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ চেয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই আহ্বান পুনর্ব্যক্ত করে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ৩ প্রধান দল আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে চিঠি দেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু। যা রাষ্ট্রদূতের সইও ছিল। কিন্তু চিঠি চালাচালির রেশ কাটতে না কাটতেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায়। তফসিল ঘোষণার পরদিন ১৬ই নভেম্বর পূর্বনির্ধারিত ছুটিতে যান পিটার হাস্‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর