শিরোনাম
Notice :
শ্রম আদালতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় নিজের যুক্তি তুলে ধরতে গ্রামীণ টেলিকমের চার কর্মকর্তাসহ শ্রম আদালতে উপস্থিত হয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। । গতকাল দুপুর ১২টায় শেখ মেরিনা সুলতানার তৃতীয় শ্রম আদালতে হাজির হন ড. ইউনূস। আদালতে ড. ইউনূসের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তাকে সহযোগিতা করেন এডভোকেট এস. এম. মিজানুর রহমান। আগামী ৩০শে নভেম্বর এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
এর পূর্বে গত সোমবার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সেদিন তার আইনজীবী এ মামলায় তাদের পক্ষের যুক্তি তিন ভাগে উপস্থাপন করেন। আইনজীবী বলেন, গ্রামীণ টেলিকমের সঙ্গে ড. ইউনূসের কোনো সম্পর্ক নেই।তিনি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী মাত্র।
উল্লেখ্য,২০২১ সালের ৯ই সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর