শিরোনাম
Notice :
শাহরুখের সব থেকে কম বাজেটের সিনেমা ডানকি

অভিনেতা শাহরুখ খানের দুটি সিনেমা চলতি বছরে মুক্তি পেয়েছে। ‘পাঠান’ এবং ‘জওয়ান’- দুটি সিনেমাই বক্স অফিসে ১ হাজার কোটির ব্যবসা করেছে। ‘বলিউড বাদশাহ’ খ্যাত এ অভিনেতার নতুন আরেকটি সিনেমা ‘ডানকি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২২ ডিসেম্বর। এ সিনেমার মাধ্যমে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন শাহরুখ। আর এই সিনেমার মাধ্যমে ফের একবার বক্স অফিসে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নামবেন বাদশা।
দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর তুলনায় ‘ডানকি’ সিনেমার মাধ্যমে শাহরুখ বেশি লাভ করতে পারেন। কারণ, এই সিনেমাটি তৈরি হয়েছে খুব কম বাজেটে। তাই ‘ডানকি’ হিট হলে এর ব্যবসা বড় বড় সিনেমার লাভের অঙ্ককেও ছাপিয়ে যাবে। শাহরুখ ও পরিচালক রাজকুমার হিরানি দুজনেই ‘ডাংকি’ সিনেমার লাভের অংশীদার।
জানা গেছে, গত ৭ বছরে শাহরুখের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, তারমধ্যে সবথেকে কম বাজেটের সিনেমা এটি। মাত্র ৮৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘ডাংকি’। এর আগে ‘জব হ্যারি মেট সজল’-এর বাজেট ছিল ৯০ কোটি রুপি। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রইস’ সিনেমার বাজেট ছিল ৯৫ কোটি রুপি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমার বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি। আর এবছর ‘পাঠান’-এর ২৪০ কোটি রুপি ও ‘জওয়ান’-এর ৩০০ কোটি রুপি বাজেট ছিল। উল্লেখ্য, এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর