চট্টগ্রামে খালে মাটি খনন করা কালে চারতলা ভবন হেলে পড়েছে

চট্টগ্রাম মহানগরীর রৌফাবাদ এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালে মাটি খনন করা কালে খাল পাড়ের চারতলা ভবন খোরশেদ ম্যানশন হেলে পড়েছে। খননের কারণে মাটি সরে যাওয়ায় দুর্বল হয়ে ভবনের দুটি পিলার ভেঙে যায়। ভবনে থাকা আটটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
সূত্র জানায় ভবনটি হেলে পড়ায় পাশের আরও তিনটি ভবনকে প্রাথমিকভাবে অনিরাপদ ঘোষণা দিয়ে সেখানে থাকা পরিবারগুলোকেও নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। হেলে পড়া ভবনটি বায়েজিদ থানার রৌফাবাদ তৈয়বিয়া হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।এটির কারণে পাশের দুটি ভবনও ঝুঁকিতে রয়েছে। তিনটি ভবন থেকে ২৫টি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছ
হেলে পড়া ভবনের মালিক খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ২০০৭ সালে পাঁচতলা ভবনের অনুমোদন নিয়ে তিনি চারতলা পর্যন্ত নির্মাণ করেন। তাঁর ভবনটি খালের পাড়েই। গত তিন-চার দিন ধরে ভবনের পাশে সিটি করপোরেশনের খাল খনন প্রকল্পের আওতায় খালে মাটি কাটা চলছে। গভীর করে মাটি কাটায় ভবনের ফাউন্ডেশন দুর্বল হয়ে পড়ে। মাটি সরে যাওয়ায় তাঁর ভবনটি হেলে পড়েছে।