আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ

২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৩০০ সংসদীয় আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন ফাঁকা রাখা হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেয়া হয়েছে গোপালগঞ্জ-৩ আসন, নোয়াখালী-৫ আসনে থাকছেন ওবায়দুল কাদের। এছাড়া বেশ কয়েকটি আসনে পরিবর্তন হয়েছে নৌকার প্রার্থী। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এমন সংসদ সদস্যদের মধ্যে থেকে বাদ পড়েছেন সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান (জামালপুর-৪), সাবেক পুলিশ প্রধান নুর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), এনামুল হক (রাজশাহী-৪), হাজী মোহাম্মদ সেলিম (ঢাকা-৭), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১)। এছাড়াও ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর সময় উপনির্বাচনে ঢাকা-১০ আসনে প্রার্থী করা শফিউল ইসলাম মহিউদ্দিনকেও মনোনয়ন দেয়া হয়নি। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।









।