শিরোনাম
Notice :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুদকের অভিযান

দুদক, জেলা কার্যালয়, ঢাকা-২ হতে পরিচালিত অভিযান:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অঞ্চল-২ এর কর্মচারীর বিরুদ্ধে ট্রেড লাইসেন্স করে দেয়ার নামে ঘুষ দাবির অভিযোগে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন(দুদক)জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে । অভিযানকালে অভিযুক্ত অফিস সহকারী কর্তৃক লাইসেন্স করতে আসা গ্রাহকদের হয়রানি এবং লাইসেন্স প্রদানের নামে ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এনফোর্সমেন্ট টিম তাৎক্ষণিকভাবে সেবা নিতে আসা দু’জন গ্রাহককে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাদের বাণিজ্যিক ট্রেড লাইসেন্স বাতিলের জন্য ডিএনসিসি, অঞ্চল-২ এ আসলে উক্ত অফিস সহকারী লাইসেন্স বাতিলের জন্য সরকার নির্ধারিত ফি এর অধিক টাকা দাবি করে। এছাড়াও ট্রেড লাইসেন্স করে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ হিসাবে ৩,০০০/- টাকা গ্রহণ করার কথা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এনফোর্সমেন্ট টিমের কাছে স্বীকার করেন। অভিযানকালে, গ্ৰাহক হয়রানি বন্ধে এবং নাগরিকদের প্রাপ্য সেবা যথাযথভাবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক ঘুষ গ্রহণের অপরাধ এনফোর্সমেন্ট টিম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে স্বীকার করায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এনফোর্সমেন্ট টিমকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর