শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

 ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক বিষয় নয়:এ কে আব্দুল মোমেন 

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক বিষয় নয়; বরং দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী  এ কে আব্দুল মোমেন   তাঁর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে এ সপ্তাহে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের দিল্লি যাওয়ার কথা রয়েছে।

দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হবে কি না, এমন প্রশ্নেরে  জবাবে তিনি বলেন, ‘পররাষ্ট্রসচিবের ওটাতে নির্বাচন নিয়ে আলাপ হবে না। অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ হবে। নির্বাচনের আলাপ তো হয়েই গেছে ওদের সঙ্গে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী—তাঁরা আলাপ করে ফেলেছেন।’

দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে কী ধরনের আলাপ হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও চাই এটা। তারা চায়, বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, প্রক্রিয়াটা আছে, সেটা সমুন্নত থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো রকমের ভাটা না পড়ে।’

 

বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার ‘ভারত চায় না’ উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। সুতরাং তারা সব সময় ‘গণতন্ত্রের পক্ষে’।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর