সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর বার্ষিক বনভোজন

ইউএই প্রতিনিধি / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। বিলাসবহুল আর আকাশচুম্বী অট্টালিকার শহর ও ব্যবসায়িক দিক দিয়ে শীর্ষে থাকার পাশাপাশি ভ্রমণ প্রেমিক মানুষের পছন্দের তালিকায় প্রথম স্থানে নাম রয়েছে এই বাণিজ্যিক রাজধানীর। আকাশচুম্বী অট্টালিকার পাশেই গা-ঘেঁষে দুবাইয়ের মরুর বুকেই মানবসৃষ্টি আল-কুদরা লেক। সেই মরুভূমিতেই আনন্দময় একটি দিন কাটাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। শনিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী ছিল আমিরাতে কর্মরত দেশবিদেশের বাংলাদেশি মিডিয়ার সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর বার্ষিক বনভোজন। এ আয়োজন যেন আমিরাতে কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। আঁকাবাঁকা পথ মাড়িয়ে সবাই আল-কুদরা লেকে পৌঁছানোর পর বের হলেন লেক দর্শনে। সব সহকর্মী একসঙ্গে ঘুরে বেড়ানোর মজাই আলাদা বলে অভিমত জানালেন অনেকে। লেকের মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে যায়। মাগরিবের নামাজের পর হালকা নাস্তা শেষে বল নিক্ষেপ খেলার আয়োজন করা হয়। খেলায় ১০ জনকে পুরস্কৃত করা হয়। এ আয়োজনে কেউ জিতেছেন, কেউ হেরেছেন কিন্তু সবাই খুশি। অনেকেই আবার দেখা যায় ভিডিও কলে দেশে পরিবারের প্রিয়জনদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে। তাছাড়া সবাই গান গেয়ে আনন্দ ভাগাভাগি করেন। গানের তালে তালে মনোমুগ্ধকর নাচও উপভোগ করেন। এই বনভোজনের খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। ছিল খিচুড়ি, ফিশ গ্রিল, কাবাব, বারবিকিউ চিকেন, চিংড়ি ইত্যাদি। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, সহ সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মুহাম্মদ ইসমাইল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, সদস্য শামসুল হক, খোরশেদুল আলম জাসেদ, এসএম শাফায়েত, ইয়াছির আরাফাত, মেহেদী, ন ম জিয়াউল হক চৌধুরী, সৈয়দ খোরশেদ আলম, ওসমান চৌধুরী, আরিফ সিকদার বাপ্পি, মুহাম্মদ তোফায়েল আহমেদ ও মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহেদ প্রমুখ। যে মরুতে এই বনভোজনের আয়োজন সেই আল-কুদরা লেক ২৪ ঘণ্টাই খোলা। সেই লেকে পর্যায়ক্রমে পুলিশ পাহারা দেয়। যেকোনো সময় ক্যাম্প করা নিরাপদ। লেকের পাশেই সবুজ রঙের গাছ ঘিরে সবাই মিলে বিভিন্ন পার্টি করা যায়। নেই কোনো প্রবেশ ফি। লেকের মোহনীয় এবং শ্বাসরুদ্ধকর সৌন্দর্য অনুভব করার জন্য প্রতিদিনই হাজার হাজার পর্যটক সেখানে ভিড় করেন। এছাড়া সেখানে বসবাসরত পৃথিবীর বিভিন্ন দেশের মানুষও পরিবার-পরিজন নিয়ে বেড়াতে যান। এ শান্ত মরুর লেকে বিভিন্ন প্রজাতির পাখি বাস করে। যেখানে আছে হরিণ থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণী ও নানা প্রজাতির পাখি। এর মধ্যে অনবরত ঘুঘুর ডাক আপনাকে নস্টালজিয়ায় নিয়ে যাবে। সেখানে শত শত কালো এবং সাদা রাজহাঁস আছে। যারা হ্রদের শান্ত জলে সাঁতার কাটতে ব্যস্ত। সবশেষে সভাপতি, সিনিয়র সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকি। আজ এ বনভোজনের মাধ্যমে সবাই একত্রিত হলাম। সবাই একটি আনন্দময় উৎসব উদযাপন করলাম। মূলত সাংবাদিকদের ব্যস্ততা কাটিয়ে যাতে সবাই আনন্দ উদযাপন করতে পারেন এজন্য বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এই বনভোজনের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর