দুর্নীতিবাজরা নেতৃত্বে আসুক সেটা আমরাও চাই না:দুদক চেয়ারম্যান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ বিজয়ী হয়ে নেতৃত্বে আসুক এমনটা দুদক চায়না বলে মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, দুর্নীতিবাজরা নেতৃত্বে আসুক সেটা আমরাও চাই না। তবে নির্বাচনকে সামনে রেখে আমাদের এমন কিছু করা উচিত হবে না যাতে করে নির্বাচন বাধাগ্রস্ত হয়।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুদক সচিব মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুদকের কমিশনার জহুরুল হক, আছিয়া খাতুন, রিপোর্টার্স অ্যাগেইননস্ট করাপশনের সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব।
মঈনউদ্দীন আবদুল্লাহ আরো বলেন, পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি হয়। আপনারা দেখবেন দুর্নীতিবাজ, দুর্নীতির সাহায্যকারী, দুর্নীতিবাজদের অফিসে চাকরি করে যারা, যারা সহায়তা করে দুর্নীতির সুবিধাভোগী তার বিপরীতে আমরা কতজন? এতো বড় একটা শ্রেণির বিরুদ্ধে শুধুমাত্র দুদক দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব হবে বলে আমি মনে করি। এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এগুলোকে এড্রেস করেই আমাদেরকে এগোতে হবে।