বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
Notice :
পরীক্ষামূলক আয়োজন চলছে। শীঘ্রই আসছি পূর্ণাঙ্গরূপে।

আর যুদ্ধ নয় শান্তি চাই

মো. সাহিদুল ইসলাম / ১৮৭ Time View
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

 

আজ দুনিয়ার মানুষ ভুলে গেছে তাঁর পরিচয়। সকল ধর্মের মানুষ ভুলে গেছে তার দায়িত্ব ও কর্তব্য। ফলে জলে স্থলে সর্বত্র চলছে অনাচর, অবিচার ও অশান্তির প্রবল স্রোত। মানুষে মানুষে চলছে হানাহানী, কাটা-কাটি, হিংসা বিদ্বেষ, কোটি কোটি মানুষ আজ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরছে। অথচ পারমানবিক অস্ত্র প্রতিযোগিতায় ব্যয় হচ্ছে কোটি কোটি ডলার। যাদের মুখে শোনা যায় শান্তির বাণী তারাই আবার পরস্পরকে দেয় অস্ত্রের হুমকি। অসহায় মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আজ মসজিদ, মন্দির, গির্জায় স্রষ্টার কাছে প্রার্থনা করছে মুক্তির জন্য। বর্তমানে মুসলমানদের অবস্থা আরো খারাপ। ভাইয়ে ভাইয়ে চলছে যুদ্ধ। সমগ্র বিশ্বের  দিকে তাকালে আজও দেখি চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। অথচ কুরআন, বাইবেল, মহাভারত প্রভৃতি কোনটাতেই তো বলা হয়নি হানাহানি, কাটা-কাটি, হিংসা বিদ্বেষ এর কথা। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের  পর বিশ্ব  শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ববাসী জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে। মানুষের মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার জন্য নানা প্রকার চুক্তি সম্পাদন করেছে। তবুও জাতিসংঘ আজ যুদ্ধ থামিয়ে রাখতে পারেনি এবং যুদ্ধকে ব্যাপক হতেও দেয়নি। মানুষ আজ শান্তি চায় মনে প্রাণেই শান্তি চায়। তাই পৃথিবীর শ্রেষ্ঠ মনিষী, বৈজ্ঞানিক, রাজনীতিবিদ যুদ্ধের বিপক্ষে তাদের মতামত বজ্রকন্ঠে ঘোষণা করেছেন। কারণ যুদ্ধ লোক ও সম্পদ ক্ষয় ছাড়া আর কিছুই নয়, তাই শান্তি মানুষের জন্য শুভ ও মঙ্গলজনক। আমাদেরকে  জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, দলমত নির্বিশেষে যুদ্ধের যেকোন পায়তারা সম্মিলিতভাবে রুখতে হবে।

মো. সাহিদুল ইসলাম :  মানবাধিকার কর্মী ও সংগঠক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর